সংসদে মহিলাদের জন্য ১০০ আসন নির্ধারণের প্রস্তাব জানিয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মহিলারা কারও দয়ায় নয়, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্কার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, “মহিলারা অত্যন্ত অবহেলিত। সিটি করপোরেশনে যেমন একজন মহিলা কাউন্সিলর সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেন, তেমনি জাতীয় সংসদেও তিনজন এমপির বিপরীতে একজন মহিলা এমপি সরাসরি নির্বাচিত হতে পারেন। এতে ১০০ জন মহিলা সংসদ সদস্য পাবো। এতে মহিলাদের মর্যাদা বাড়বে, সংসদে তাদের কথা বলার সুযোগ তৈরি হবে।”
তিনি বলেন, “আট কোটি মানুষের জন্য ৩০০ আসন ছিল। এখন প্রায় ১৮ কোটি মানুষ হলেও আসন সংখ্যা একই আছে। মহিলাদের জন্য ১০০ আসন নির্ধারণ করা গেলে সংসদ আরও কার্যকর হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছেন, যেখানে উচ্চকক্ষে দেশের বিশেষজ্ঞ ও পেশাজীবীদের স্থান দেওয়া হবে। এতে পুরো সংসদে ভারসাম্য আসবে।”
দেশ গড়তে মহিলাদের মতামত শোনার গুরুত্ব উল্লেখ করে মেয়র শাহাদাত বলেন, “রাজনীতি মানুষের উন্নয়নের জন্য। মহিলাদের পাশে দাঁড়াতে হবে। মহিলাদলের নেত্রীদের বলব, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও অসহায় মহিলাদের পাশে থাকুন। তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। এই দফাগুলোই আগামীর বাংলাদেশ গড়ার মূল সনদ।”
চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর যারা দলে প্রবেশ করেছে, তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়। ত্যাগী নেতাকর্মীরাই সামনে থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি ও তারেক রহমানের ৩১ দফা নিয়ে এগিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে মহিলাদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই মহিলাদল দেশ, মানুষের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে।”
চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ফাতেমা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলাদলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু।
এ ছাড়া বক্তব্য রাখেন মহানগর মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি সাকিনা বেগম, সহ-সভাপতি সাহিদা বেগম মালা, মারিয়া সেলিম, রেজিয়া বেগম মুন্নি, রেনুকা বেগম, জুলেখা বেগম জুলি, যুগ্ম সম্পাদক রোকেয়া বেগম রাকু, সামছুন নাহার প্রেমা, সায়রা বেগম, কামরুন নেছা, মনোয়ারা বাবুল, রোখনসানা বেগম মাধু, কোষাধ্যক্ষ নাছিমা আলম, সাংগঠনিক সম্পাদক হাবিবা সুলতানা, আসমা বেগম, ফরিদা আকতারসহ মহানগর ও থানা কমিটির নেত্রীবৃন্দ।
সিটিজিপোস্ট/ জেউ
১৫ সেপ্টেম্বর, ২০২৫
দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন লাখ লিটার জেট ফুয়েল পাঠানো হয়েছে।এতোদিন পতেঙ্গার পদ্মা অয়েল ডিপো থেকে প্রতিদিন ১০-১২টি ফুয়েল বাউজারের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হতো। যা ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন লাখ লিটার জেট ফুয়েল পাঠানো হয়েছে।এতোদিন পতেঙ্গার পদ্মা অয়েল ডিপো...