নিখোঁজ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিকেল ৫টা ৪৪ মিনিটে একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নারায়ণগঞ্জের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার(২১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি লেখা মেইল করেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, এরপর ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। তবে আর ফেরেননি।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিভুরঞ্জন সরকার একটি বাইকে ওঠেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ বলছে, বাইকটি শনাক্ত করা গেলে রহস্য উদঘাটন সহজ হবে।
এর আগে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, বাবা নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার(২১ আগস্ট) রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাতে উল্লেখ করা হয়, অফিসে যাওয়ার সময় বিভুরঞ্জন সরকার তার মুঠোফোনটি বাসায় রেখে যান। রাত ৯টার মধ্যে বাসায় না ফিরলে আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসানের সাথে যোগাযোগ করে জানতে পারেন, তিনি অফিসে যাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
সিটিজিপোস্ট/এমএইচডি
২৩ আগস্ট, ২০২৫
জুলাই সনদে মতামত দেয়নি বেশ কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট জুলাই সনদে কোনো মতামত জমা দেয়নি...
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
জুলাই সনদে মতামত দেয়নি বেশ কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউন...