চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টার আগে কোনো হকার বা সদৃশ দোকানি ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
সোমবার বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে মেয়র এ নির্দেশনা দেন এবং নির্দেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর তৎপর থাকতে বলেন।
মেয়র বলেন, “আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এই এলাকার শৃঙ্খলার সাথে দেশের জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন জড়িত। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসে। অবৈধ হকারদের কারণে এখানে ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত সময় এবং শৃঙ্খলা বজায় থাকাটাই মূল উদ্দেশ্য। খাবারের দোকানসমূহকে আমরা সন্ধ্যা শুরু হওয়ার আগে সাড়ে পাঁচটা/পাঁচটা থেকে বসার সুযোগ দিচ্ছি যাতে অফিস ফেরত জনগণ সহজে খাবার খেয়ে যেতে পারে, কিন্তু খাবার ছাড়া অন্য কোনো দোকান-হকারকে সন্ধ্যা ছয়টার আগে বসতে দেওয়া হবে না। যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে জেল-জরিমানা পর্যন্ত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “এখানে কোনো পারমানেন্ট স্ট্রাকচার গঠন করা যাবে না। চাইলে চাকাযুক্ত চাকা সম্বলিত গাড়ি নিয়ে ব্যবসা করা যাবে, কিন্তু অবৈধভাবে রাস্তা-ফুটপাথ দখল করে স্থায়ী অবকাঠামো বা অস্থায়ী কংক্রিট ঘর নির্মাণ আমরা সহ্য করব না। প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বসে ব্যবসা-জায়গাগুলো নানাভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর উদ্যোগ নেব।”
তিনি আরো বলেন, "আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবেন; পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও নিয়মিত তদারকি করবেন। আমাদের অভিযান আজকের জন্য নয় — এটি চলমান থাকবে এবং আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করব।”
এসময় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ,অভিষেক দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ), বিএনপি নেতা শেখ ইয়াসিন নওশাদ, সেলিম খান,আবদুর রহমান প্রমুখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৭১ জন কেন্দ্রীয় সংসদে আর ৭০ জন হল সংসদে মনোনয়ন তুলেছেন। এ নিয়ে দুইদিনে হলে সংসদ ও কেন্দ্রীয় সংসদে ১৬৯ জন প্রার্থী ফরম তুলেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৭১ জন কেন্দ্রীয় সংসদে আর ৭০ জন হল সংসদে মনোনয়ন তুলেছেন। এ নিয়ে দুইদিনে হলে সংসদ ও কেন্...