জুলাই মাসে দেশের রাজনৈতিক উত্তাল সময়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু ৫ আগস্টের পর থেকে তাদের উপস্থিতি কেন কমে গেল—এমন প্রশ্ন উঠে এসেছে চট্টগ্রামে অনুষ্ঠিত এক মুক্ত সংলাপে।
শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে: রাজনৈতিক পরিসরে নারী এবং তরুণদের ভবিষ্যৎ’ শীর্ষক এই সংলাপে বক্তারা বলেন—নারী ও তরুণদের অংশগ্রহণ ছাড়া সত্যিকারের রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। তাই এ বিষয়ে আরও গবেষণা ও উদ্যোগ প্রয়োজন।
নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সঞ্চালনায় ছিলেন সিজিএস-এর সভাপতি জিল্লুর রহমান।
বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নারীর অধিকার রক্ষায় সব দলের ঐক্য দরকার। “আগামী নির্বাচনে আরও বেশি নারী প্রার্থী দেখা যাবে,” বলে জানান তিনি।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী বলেন, “নারীরা ইতিহাসের প্রতিটি আন্দোলনে ছিলেন, কিন্তু মূলধারার রাজনীতিতে তারা ব্রাত্য। এ পরিস্থিতি বদলাতে হবে।”
গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি বলেন, “আন্দোলনের সময় সাহসী নারী যারা ভাইদের গ্রেপ্তার থেকে বাঁচিয়েছেন, তারা এখন সাইবার হয়রানির শিকার—এটা কাম্য নয়।”
সিপিবি চট্টগ্রামের সভাপতি অশোক সাহা বলেন, “পারিবারিক রাজনীতি এখন এক ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন। নারী ও আদিবাসীদের প্রতি বিদ্বেষ না থামালে গণতন্ত্রও কার্যকর হবে না।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান জুবাইরুল হাসান আরিফ জানান, তারা প্রস্তাব দিয়েছেন যেন ১০০টি সংসদীয় আসনে শুধু নারী প্রার্থী নির্বাচন হয়।
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...