জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এ ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার বাস্তবায়নের অংশ।
দিবসটি উপলক্ষে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান।
প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে গত বছরের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে অন্যতম ছিল 'জুলাই ঘোষণাপত্র' ও 'জুলাই জাতীয় সনদ' ঘোষণা করা। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন সম্পন্ন করা যায়।মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্...
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফে...