জুলাই আন্দোলনের অন্যতম স্টেকহোল্ডার ও ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ)। গুলশানে চাঁদাবাজির অভিযোগে সংগঠনের কয়েকজন নেতা গ্রেফতার হওয়ায় সংগঠনটি ব্যাপক বিতর্কের মুখে পড়ে। এরপর সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল শাখা কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের পর আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের নেতা-কর্মীরা।
কেন্দ্র কর্তৃক কমিটি স্থগিতের আদেশকে সাধুবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহবায়ক আরিফ মঈনুদ্দিন সিটিজিপোস্টকে বলেছেন, ‘এটি আরও আগে নেওয়া দরকার ছিল। এই সংগঠনে যারা আছে তারা সবাই নতুন, তারা ৫ তারিখের আগে কেউ রাজনীতি করে নাই। জাস্ট একটা অভূত্থ্যানের মধ্য দিয়ে তারা আসছে। ফলে তাদের রাজনৈতিক বোঝাপড়া এতটা গভীর ছিলনা। তাই কেন্দ্রীয় কমিটির উচিত ছিল, বিভাগীয় পর্যায়ে ভ্রমণ করে নেতা-কর্মীদের আন্ডার কন্ট্রোলে রাখা এবং রাজনৈতিক বুদ্ধি-পরামর্শ দেওয়া। অথচ শুরু থেকে এটা কখনো আমরা দেখিনি। ফলে অভিভাবকহীনতায় তথা লিডারশীপের অভাবে, দিক নির্দেশনা ও পরার্মশ না পাওয়ায় বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের উপর ভর করে তাদেরকে লোভ দেখিয়ে তাদেরকে ব্যবহার করেছে। ফলে দেশের বিভিন্ন জায়গায় তারা অপকর্মে জড়িয়ে পড়ছে।’
মঈনুদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের হয়ে কাজ করার যে সম্ভাবনা ছিল এই সংগঠন থেকে, জনগণের হয়ে কাজ করার যে আকাঙ্খা ছিল সেটি নষ্ট করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে পুনর্গঠন করে জুলাইয়ের আলোকে একটি রাষ্ট্র ব্যবস্থা হয়ে কাজ করবে, আমার মনে হয় এখনো সেই সুযোগ আছে।’
চাঁদাবাজির ঘটনায় একটি সংগঠন যে পুরা সব কমিটি বিলুপ্ত করলো এমন সিদ্ধান্তকে নজীরবিহীন উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজা সিটিজিপোস্টকে বলেন, ‘এ সিদ্ধান্তকে আমরা এপ্রিশিয়েট করি। আমাদের কোন অভিযোগ নেই। কেন্দ্র থেকে নতুন কি সিদ্ধান্ত আসবে সেই অপেক্ষায় থাকবো।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, ‘আমরা আসলে এটি নিয়ে এখনো চিন্তা করিনাই। তবে আমরা যেহেতু পলিটিক্স করার জন্য এসেছি তাই হয়ত হতে পারে, আমরা যেকোন একটি সাইটে যেতে পারি। তবে ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় নি। যখন যাবো তখন জানাবো।’
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু গণঅভূত্থ্যানের একটি স্টেকহোল্ডার, সেই জায়গা থেকে এটি হারায় যাক সেটি আমরা চাইনা। আমরা চাই, এটি স্টাব্লিশড হোক। চাঁদাবাজমুক্ত হোক।’
দেশব্যাপী আলোচিত চাঁদাবাজির ঘটনার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের সব শাখা কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। এ পদক্ষেপ যেমন বিতর্ক থামাতে একটি তাৎক্ষণিক বার্তা দিয়েছে, তেমনি সংগঠনের ভেতর শুদ্ধি অভিযানের সূচনা বলেও বিবেচিত হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় নেতারা কীভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাবেন এবং সংগঠনের ভাবমূর্তি পুনর্গঠনে কী কার্যকর পদক্ষেপ নেবেন, সেটাই দেখার বিষয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চাঁদাবাজির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্ভাবনাময় এই ছাত্র সংগঠনটিকে নিঃসন্দেহে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সংগঠনটির বিভিন্ন অঞ্চলে থাকা নেতাকর্মীরা যদি নিজেদের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নেয় এবং দায়িত্বশীল রাজনীতির পথে অগ্রসর হয়, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন তারা।
ভবিষ্যতে যাতে এ ধরনের বিতর্ক আর সৃষ্টি না হয়, সে জন্য সংগঠনের শীর্ষ পর্যায়ে নেতাকর্মী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়ায় আরও কঠোর যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। দায়বদ্ধ নেতৃত্ব, আদর্শ ও অভিজ্ঞ রাজনৈতিক পরামর্শের ভিত্তিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে টিকে থাকতে হবে- এমনই পরামর্শ দিচ্ছেন রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিটিজি পোস্ট/এসএমএফ
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...