ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রা/ণ গেল স্কুলপড়ুয়া মিনহাজের

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রা/ণ গেল স্কুলপড়ুয়া মিনহাজের

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে মিনহাজ (১২) নামে এক কিশোর ঘটনাস্থলেই মা/রা যায়। একই ঘটনায় মোটরসাইকেল চালক রাব্বি (১৯) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গহিরা–হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বার (কালায়ের টেক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাজারের দক্ষিণ প্রান্তের প্রবেশদ্বারে ঢুকতে থাকা কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-শ-১১-১৬৬৯।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

উল্লেখ্য, এর দুই দিন আগে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নাজিরহাট–মাইজভান্ডার সড়কে সড়ক দুর্ঘটনায় এক মহিলার প্রাণহানি ঘটে।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর