শিল্পপ্রতিষ্ঠানের আড়ালে কিছু অসাধু ব্যক্তি দেশ থেকে টাকা পাচার করছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব ব্যক্তি শ্রমিকদের বেতন না দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। এর ফলে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে, যার দায় সরকার নেবে না।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহীর তেরখাদিয়া এলাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের বঞ্চিত করে কিছু লোক ব্যাংক ঋণের অর্থ বিদেশে পাচার করেছে। তারা এখন আর দেশে নেই। শ্রমিকদের বেতন না দিয়ে, দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়া এসব মালিকদের কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এসবের জন্য সরকার দায়ী নয়।”
তবে ভালো উদ্যোক্তারা এখনো দেশের মধ্যে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “ভালো মালিকরা এখনো শ্রমিকদের দেখভাল করছেন, যার ফলে দেশের রপ্তানি সাত থেকে আট শতাংশ পর্যন্ত বেড়েছে।”
শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “শ্রমিকরা চাইলে আন্দোলন করতেই পারে। যার যে দাবি থাকবে, সে তা রাস্তায় দাঁড়িয়ে বলতেই পারে। এটি তার অধিকার।”
এর আগে একই ভবনে অনুষ্ঠিত এক গবেষণা কনফারেন্স উদ্বোধনকালে চা বাগান এলাকার কর্মপরিস্থিতি তুলে ধরে ড. এম সাখাওয়াত বলেন, “চা বাগানে শৌচাগারের অভাব অত্যন্ত অমানবিক। বিশেষ করে নারী কর্মীরা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হচ্ছেন। সেখানে খাবার পানিও ঠিকভাবে পাওয়া যায় না, যা উদ্বেগজনক।”
তিনি শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে মালিক পক্ষ ও সরকারের যৌথ উদ্যোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ছড়ানো অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মন্ত্রণালয়।শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি...
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ছড়ানো অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে...