গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে সরাসরি ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বনেতাদের সামনে ফিলিস্তিনিদের দুর্ভোগের বর্ণনা দিয়েছেন।
এরদোয়ান বলেন, গাজায় শিশুহত্যা, মানবিক বিপর্যয় ও গণনিধন চলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে নীরব রয়েছে। তিনি গাজার এক অপুষ্ট শিশুর হৃদয়বিদারক ছবি প্রদর্শন করে বলেন,এটি পরিসংখ্যান নয় এটি মানবতার নির্মম পরাজয়ের প্রতিচ্ছবি। তিনি দাবি করেন, গত ২৩ মাসে গাজায় প্রতি ঘণ্টায় একটি করে শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের আবাস ত্যাগ করতে বাধ্য হচ্ছেন।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় যে আক্রান্ত পরিস্থিতি চলছে সেটি কোনো যুদ্ধ নয় বরং নির্বিচার গণহত্যা, পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও নিরস্ত্র মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের একটি চিত্র। তিনি আরও বলেন, ইসরায়েল শুধু গাজা বা পশ্চিম তীরেই সীমাবদ্ধ নয়; সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারেও আক্রমণ বৃদ্ধি পেয়েছে এতে বোঝা যায় নিয়ন্ত্রণ হারানো প্রবণতা বিদ্যমান।
এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, এই অপরাধে দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা হবে।
তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের আর দেরি না করে পদক্ষেপ নেওয়া উচিত।