ইনিংসের শুরুটা ভালো না হলেও লিটন ও শামীমের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে লড়াকু লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। দারুণ এক ফিফটিতে ৫০ বলে ৭৬ রানের হৃদয় জুড়ানো ইনিংস খেলেছেন লিটন।
ব্যাটিংয়ে নেমে এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৩ বল খেলে ডাক মেরে বিদায় নেন ইমন। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও সুবিধা করতে পারেননি। পরের ওভারেই ফিরেছেন তানজিদ। ৮ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন তানজিদ হাসান তামিম। দলের ৭ রানের মাথাতেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস এবং তাওহিদ হৃদয়। শুরুতে কিছুটা দেখে খেলেছেন দুজন। ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসতে শুরু করেন হৃদয় এবং লিটন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে বাংলাদেশ।
পাওয়ারপ্লের পর ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন লিটন এবং হৃদয়। সময়ের সাথে সাথে ক্রিজে জমে যান দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শটে তুলেছেন রান। ৩য় উইকেটে ৫৫ বলে ৬৯ রান তুলেছেন হৃদয় এবং লিটন। ২৫ বলে ৩১ রানের ইনিংস খেলে দলীয় ৭৬ রানের মাথাতে থামেন হৃদয়। পাঁচে নেমে ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২ বলে করেছেন ১ রান।
এক প্রান্ত ধরে খেলে গেছেন লিটন দাস। ছুঁয়েছেন ফিফটিও। শামীমও স্বভাবসুলভ ব্যাটিংয়ে হাঁকিয়েছেন একের পর বাউন্ডারি। ফিফটির পরেও ছুটেছেন লিটন। বাড়িয়েছেন রানের গতি। বাংলাদেশও এগোতে থাকে বড় রানের দিকে। ৫০ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ১৫৫ রানের মাথাতে আউট হন লিটন দাস। শেষ ওভারে রান আউট হন ২ বলে ৩ রান করা জাকের আলী অনিক। রান আউট হয়েছেন শামীমও, ২৭ বলে করেন ৪৮ রান। ইনিংসের শেষ বলে ৪ মারা মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ২ বলে ৬ রান করে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো। ১টি করে উইকেট তুলেছেন মাহিশ থিকশানা এবং নুয়ান থুসারা।
সিটিজিপোস্ট/এসএমএফ