চট্টগ্রামের দেওয়ানহাট ২ নম্বর রেলগেইট সংলগ্ন রেলওয়ের জমিতে রোপণ করা সরকারি গাছ পরিকল্পিতভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে সালাউদ্দিন রনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ভিডিও ফুটেজে ধরা পড়লেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই রাত ৩টা ১৩ মিনিটে সালাউদ্দিন রনি মুখে গামছা বেঁধে রেলওয়ের তত্ত্বাবধানে রোপণ করা বেশকিছু গাছ কেটে ফেলে। এরপর পুনরায় গাছের ক্ষতিসাধনের চেষ্টার সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে ভিডিও ফুটেজে সালাউদ্দিন রনির পরিচয় স্পষ্ট হওয়া সত্ত্বেও রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত মামলাসহ কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।
তবে রেল সূত্রে জানা যায়, রেলওয়ে পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানিয়ে অভিযুক্ত সালাউদ্দিন রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। এছাড়াও রেলওয়ে কর্তৃপক্ষ রনিকে একটি উচ্ছেদের নোটিশ দিয়েছে বলেও জানা যায়।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই গাছ নিধনের ঘটনা ঘটানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করার বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার মুঠোফোনে বারংবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
তবে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে সালাউদ্দিন রনিকে থানায় ডেকেছিলাম। তবে তার বিরুদ্ধে কেউ কোন মামলা না করায় আমরা শুধু সালাউদ্দিন রনিকে সতর্ক করে ছেড়ে দিতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে রেলওয়ে সংশ্লিষ্টরা বলেন, সরকারি বৃক্ষ রোপণের এমন ধ্বংস প্রক্রিয়া পরিবেশের জন্য হুমকি এবং রাষ্ট্রীয় সম্পদের সরাসরি অপচয়।
সিটিজি পোস্ট/এইচএস
২ আগস্ট, ২০২৫
আজ শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির "জেনারেল কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ বছরের কাউন্সিলের মূল প্রতিপাদ্য ছিল "নেতৃত্বে তারুণ্য: নতুন বাংলাদেশের রূপরেখা"।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শ...
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
আজ শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির "জেনারেল কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ বছরের কাউন্সিলের মূল প্রতিপাদ্য ছিল "নেতৃত্বে তারুণ্য: নতুন বাংলাদে...