জুলাই ঘোষণাপত্রকে ‘অপূর্ণাঙ্গ’ আখ্যা দিয়ে এর সংশোধনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, এই ঘোষণায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চিন্তা ও চেতনার প্রতিফলন ঘটেছে, যা রাজনৈতিক অঙ্গনে প্রশ্নের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘ছাত্র-শিক্ষক-জনতার অবদান ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এই সভার আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, “বিচারক হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকদের অবদান এসব গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণাপত্রে স্থান পায়নি। এতে করে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা ও চেতনাও প্রতিফলিত হয়নি। তাই ঘোষণাপত্র সংশোধন করে এসব বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি।”
তিনি আরও অভিযোগ করেন, ইসলামপন্থীদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর দাবি, “প্রধান উপদেষ্টার তৈরি এ ঘোষণাপত্র অসম্পূর্ণ। বর্তমান ব্যবস্থার অধীনে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার জরুরি, অন্যথায় এটি জনগণের সঙ্গে প্রতারণা হবে।” তিনি নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের প্রতিরোধ ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়।” তিনি বলেন, “দ্বিতীয় স্বাধীনতার সূচনা যাঁদের হাত ধরে হয়েছিল, সেই শ্রমিক, মজুর ও শিক্ষকদের উপেক্ষা করা হয়েছে এই ঘোষণাপত্রে। তাই এটি সংশোধন আবশ্যক।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এম কোরবান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম ফজলুল করীম।
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক উমার আলী, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা শাহজাহান মাদানী, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. মুনজুরুল হক, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসাইন, ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি জি এম আলাউদ্দিন এবং কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...