চট্টগ্রাম মহানগরীতে ৪৬৪১টি পুকুরের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ২৩৯০টি পুকুরই ভূমিদস্যুদের দখলে রয়েছে। এছাড়া, প্রশাসনের নাকের ডগায় নতুন করে মোহরা এলাকার সেলিমের পৈতৃক বাড়ির একটি পুকুর দিনরাত ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মোহরার শতবর্ষী পুকুর ভরাটের বিরুদ্ধে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
এসময় তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে বৃহত্তর চট্টগ্রামে শত শত পাহাড় কেটে, নালা-নদী ভরাট করে চট্টগ্রামকে কংক্রিটের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে অক্সিজেনের অভাবে চট্টগ্রামের মানুষ সহ পশু-পাখি, জীবজন্তু বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়বে।”
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনর (বাপসা) কেন্দ্রীয় সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে এবং চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলমদারের পরিচালনায় মোহরার শতবর্ষী পুকুর ভরাটের বিরুদ্ধে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশবাদী বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
সভাপতির বক্তব্যে বাপসার কেন্দ্রীয় সভাপতি এম এ হাশেম রাজু বলেন, “স্থানীয় ভূমিদস্যু, প্রশাসন, মাফিয়া লুটেরা গোষ্ঠী রাতের অন্ধকারে প্রতিনিয়ত পুকুর ভরাট করেই চলছে। তাই অনতিবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি হয়ে পড়েছে। তাছাড়া সারা চট্টগ্রামে কর্ণফুলী নদী, হালদা নদী সহ শহরের অধিকাংশ পুকুর, জলাশয়, গাছপালা সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”
সিডিএফ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলমদার বলেন, “পুকুর ভরাট, নদী-নালা দখল দূষণের কারণে মায়ের গর্ভে থাকা শিশুটিও ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীতে ভূমিষ্ট হচ্ছে। তাই নগরীর ৪১টি ওয়ার্ডে পুকুর ভরাটের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সমস্ত পরিবেশবাদী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ঘুষখোর প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করবো।”
পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভূমিদস্যুদের আগ্রাসন এবং পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের কারণে চট্টগ্রামের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুকুর ও জলাশয় ভরাটের ফলে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, তেমনি বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, পাহাড় কাটার ফলে ভূমিধসের ঝুঁকি বাড়ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপসার কেন্দ্রীয় সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স-এর সদস্য মাহবুবুর রহমান রানা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সচিব এড. মোহাম্মদ জসিম উদ্দিন, আইএইচআরসি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক, পরিবেশ কর্মী জান্নাতুল নাঈয়ুম রিকু, মানবাধিকার কর্মী এস এম ফরিদ, বাপসার কেন্দ্রীয় সদস্য, পটিয়া উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান আফরোজা জলি, সিডিএফ-এর সহ সভাপতি এস এম ইমরান, নগর পরিবেশ সম্পাদক সাইফুল আলম খান এবং সাধারণ সদস্যবৃন্দ।
সিটিজিপোস্ট/এসএমএফ
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...