একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহেই। দুটি তাৎপর্যপূর্ণ তারিখ ৫ আগস্ট অথবা ৮ আগস্টকে সামনে রেখে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিশেষ করে শেখ হাসিনার পতনের দিন হিসেবে চিহ্নিত ৫ আগস্ট এবং ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের দিন ৮ আগস্ট, এই দুটি দিনকে সম্ভাব্য ঘোষণা তারিখ হিসেবে বিবেচনায় রেখেছেন প্রধান উপদেষ্টা।
নির্বাচনের সময়সীমা নিয়ে ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। এসব বৈঠকে অংশ নেওয়া নেতাদের বরাতে জানা গেছে, আগস্টের শুরুতেই জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সময় জানাতে পারেন তিনি। ধারণা করা হচ্ছে, ৫ অথবা ৮ আগস্টের মধ্যেই এ ঘোষণা আসবে।
তবে সরকারি একাধিক সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ৮ আগস্টের চেয়ে ৫ আগস্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সে অনুযায়ী, ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন তিনি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ‘জুলাই ঘোষণাপত্র’ও জনগণের সামনে উপস্থাপন করা হবে।
সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের সময়সূচি ঘোষণার পরপরই নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
এর আগে, গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ড. ইউনূস নির্বাচন আয়োজনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে সময় তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে।
এছাড়া, গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি জানিয়েছিলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে সবার চেষ্টা থাকে পরিচিতজনকে এসব পদে রাখার। এ অবস্থায় নিরপেক্ষতা নিশ...
৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত...