গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করার পর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা হলেও পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ফুটপাতে অবৈধ দোকান বসানো ও চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেন তুহিন। রাত ৮টার দিকে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য’ শিরোনামে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করার পর মসজিদ মার্কেটের সামনে এক চায়ের দোকানে বসেছিলেন তিনি। তখনই কয়েকজন সন্ত্রাসী হঠাৎ তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কারা বা কী কারণে খুন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনিদের ধরতে অভিযান চলছে।”
এদিকে গাজীপুর সদর থানার কাছে আরও এক সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভের ওপর সন্ত্রাসীরা নির্মম নির্যাতন চালায়। প্রকাশ্যে পাথর দিয়ে তার পা থেতলে দেওয়া হয় এবং ব্যাপক মারধর করা হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৫টার দিকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ারকে রাস্তায় কয়েকজন দুর্বৃত্ত টেনেহিঁচড়ে মারধর করে। ভিডিওতে দেখা যায়, কেউ তাকে লাঠি দিয়ে মারছে, কেউ লাথি দিচ্ছে। পরে এক সন্ত্রাসী ইট দিয়ে তার পায়ে ও শরীরে একাধিকবার আঘাত করে এবং বুকের ওপর উঠে লাফাতে থাকে।
বিস্ময়করভাবে, এ ঘটনার সময় আশপাশে পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো প্রতিরোধ দেখা যায়নি। পরে এক পুলিশ সদস্য এগিয়ে গিয়ে আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করেন এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতাল সূত্র জানায়, আনোয়ারের পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে।
ঘটনার পর আনোয়ার হোসেনের মা আনোয়ারা বাদী হয়ে গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “এ ঘটনায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
৯ আগস্ট, ২০২৫
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই ভোটকেন্দ্রে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে ...
৮ আগস্ট, ২০২৫
৮ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৯ আগস্ট, ২০২৫
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই ভোটকেন্দ্রে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান...