চট্টগ্রাম কাস্টম হাউসে এক মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা প্রায় ৬ হাজার কনটেইনার নিলামে তোলার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে কিছু ‘ডেঞ্জারাস কার্গো’ দীর্ঘ ১৪ বছর ধরে পড়ে ছিল, যা ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “এসব পণ্য বাংলাদেশের ডলার খরচ করে আমদানি করা হয়েছিল, কিন্তু কোনো কারণে ছাড় করা হয়নি। এটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। সময়মতো নিলাম করে দিলে হয়তো পুনরায় আমদানির প্রয়োজন পড়ত না।”
নিলাম ৬ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা, এবং দেশের ইতিহাসে এটিকে “বিরল উদ্যোগ” বলে আখ্যা দেন এনবিআর চেয়ারম্যান। এ জন্য প্রায় ১০০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে ৯০ শতাংশ ইনভেন্টরি সম্পন্ন করা হয়েছে। বাকি অংশ আগামী চার মাসের মধ্যে শেষ হবে।
তিনি আরও জানান, চট্টগ্রাম শহরে মাইকিং করে নিলামের প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই অনলাইনে অংশগ্রহণ করতে পারে। পে অর্ডার, ব্যাংক তথ্য ও রসিদের মাধ্যমে পুরো প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে।
চেয়ারম্যান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম নিলামেই পণ্য বিক্রি করে দেব। সর্বোচ্চ দরদাতা যিনি হবেন, তার কাছেই যাবে। দেরি করে দফায় দফায় নিলাম করার পক্ষে আমরা না।”
সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া গাড়ির নিলাম আশানুরূপ ফল না পাওয়ায়, সেগুলোর জন্য বিকল্প ব্যবহারের চিন্তা চলছে বলেও জানান তিনি। কয়েকটি সরকারি সংস্থা এগুলো ৬০ শতাংশ দামে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে গাড়িগুলোর প্রকৃত মূল্য বিবেচনায় নিয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
শেষে তিনি বলেন, “৮-৯ কোটি টাকার গাড়িগুলো স্ক্র্যাপ করে ফেলা হবে না। বরং উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা হবে। আমাদের কিছু ভালো পরিকল্পনা রয়েছে, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।”
২৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী বলেছেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচি হলো পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর একটি পরিকল্পিত কার্যক্রম। এতে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে...
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী বলেছেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচি হলো পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর একটি পরিকল্পিত কার্যক্রম। এতে ব্যক্তিগ...