চট্টগ্রাম নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হলেও একজনকে চাপাতির আঘাতে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
জানা যায়, গুরুতর আহত হওয়া ওই শিক্ষার্থীর নাম সামির ইবনে ইউসুফ (১৫)। সামির প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে স্কুল ভবনের তৃতীয় তলার ওয়াশরুমের সামনে এই ঘটনা ঘটে।
তবে অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষ ভুল তথ্য দিয়ে আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেছেন। এ নিয়ে আহতের পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দশম শ্রেণীর এক ছাত্রীকে তার ক্লাসের কিছু আবাসিক ছাত্র অনেকদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনায় সামির সহ অন্য কিছু ছাত্ররা প্রতিবাদ করলে দু’গ্রুপের মধ্যে দ্বন্দ শুরু হয়। আর তারই প্রতিফলনে মঙ্গলবার দুপুরে টিফিন বিরতির সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আবাসিক ছাত্ররা সামিরকে চাপাতি দিয়ে কুপিয়ে আঘার করে।
ঘটনার পরপরই স্কুলের দুইজন শিক্ষক সুমন গুহ ও অজয় (ভোকেশনাল) সামিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। এ সময় তারা হাসপাতাল কতৃপক্ষকে ভুল তথ্য দিয়ে সামিরকে ভর্তি করান।
হাসপাতালে জানানো হয়, সামির সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে।
আহত শিক্ষার্থী সামির সিটিজি পোস্টকে জানান, ইভটিজিংয়ের বিষয়টি দীর্ঘদিন ধরেই চলছিল। ঘটনার দিন তারা সুযোগ পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় আমার সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীরাও আহত হয়েছে।
এ বিষয়ে আহত শিক্ষার্থী সামিরের বাবা মো. ইউসুফ ক্ষোভ প্রকাশ করে সিটিজি পোস্টকে বলেন, ‘সিঁড়ি থেকে পড়ে গেছে জানিয়ে কেন আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে? এখানে স্কুল কর্তৃপক্ষের স্বার্থসিদ্ধির কোন বিষয় নিশ্চয় রয়েছে।
তিনি আরো বলেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে। আমি আইনী ব্যবস্থা নেব।
তবে জানতে চাইলে প্রর্বতক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোজ কুমার দেব সিটিজি পোস্টকে সঠিক কোন উত্তর না দিয়ে বলেন, এভাবে মোবাইলে আমি কোন মতামত দিব না। আপনি স্কুলে আসেন সামনা-সামনি বসে কথা হবে।
এ প্রসঙ্গে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, এখনো ভুক্তভোগীর পরিবার কোনো মামলা করেনি। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজি পোস্ট/এমসি/এইচএস
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী শ্রেণির, বিশেষ করে চিকিৎসকদের অবদান সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সংগ্রামে ড্যাব শুধু একটি চিকিৎসক সংগঠন নয়, বর...
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী শ্রেণির, বিশেষ করে চিকিৎসকদের অবদান সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সবসময় অন্যায়ের বিরুদ্ধ...