সম্প্রতি প্রচারিত “৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটি টাকায় করার অনুমোদন, বেশিরভাগ উপদেষ্টার আপত্তি সজীব ভূঁইয়ার আগ্রহে পাস” শীর্ষক একটি প্রতিবেদনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিবাদ জানিয়েছে। মন্ত্রণালয় এটিকে অসত্য ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে এবং জানিয়েছে, প্রতিবেদনে প্রকল্পের প্রকৃত তথ্য উপস্থাপন না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে উল্লেখিত "৫১ লাখ টাকার স্টেডিয়াম” প্রকৃতপক্ষে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রথম পর্যায়ের (১৩১টি) আওতাভুক্ত, যার গড় ব্যয় ছিল ৫৩.৫২ লাখ টাকা। সেখানে সীমিত অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল একতলা প্যাভিলিয়ন, টয়লেট ব্লক, আরসিসি বেঞ্চ এবং মাঠ উন্নয়ন।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে অনুমোদিত প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ের সংশোধিত পরিকল্পনা। এতে বিস্তৃত অবকাঠামো, জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নসহ আধুনিক সুবিধা যুক্ত হয়েছে, যা ১২৩টি উপজেলায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পে অনুমোদিত গড় ব্যয় ১৪.২০ কোটি টাকা। এতে অন্তর্ভুক্ত রয়েছে:
গড়ে ৩.৩৮ কোটি টাকা জমি অধিগ্রহণের ব্যয়
তিন তলা প্যাভিলিয়ন ভবন
৫ ধাপবিশিষ্ট ৩০০ ফুট দৈর্ঘ্যের ১ হাজার দর্শক ধারণক্ষম গ্যালারি
সীমানা প্রাচীর, ড্রেনেজ, সংযোগ সড়ক, সোলার প্যানেল এবং আসন ব্যবস্থা
মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে, প্রকল্পের ব্যয় বৃদ্ধি হয়েছে মূলত জমি অধিগ্রহণ, অবকাঠামোর পরিসর বৃদ্ধি, সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনেজ সিস্টেম সংযোজন, গ্যালারি ও সোলার প্যানেল সংযোজন এবং নতুন রেট সিডিউল অনুযায়ী।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, “সজীব ভূঁইয়ার আগ্রহে প্রকল্প অনুমোদিত হয়েছে” এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বিশেষের একক প্রভাব নেই। একনেক বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টা ও পরিকল্পনা কমিশনের সদস্যদের উপস্থিতিতেই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয় মনে করছে, ভ্রান্ত তথ্য উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনসাধারণের অনাস্থা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। তাই সংবাদটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে সঠিক তথ্য প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পর...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র ম...