রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষার্থীও দগ্ধ ও আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের ফাইটার জেট আচমকা আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
বিমানটিতে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন এবং মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
দুর্ঘটনায় স্কুলের অন্তত ২৫ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ২টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।
উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো মোতায়েন করা হয়েছে।
ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, "বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভবনে ও আশপাশের শিক্ষার্থীদের মধ্যে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং বহু শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।"
দুর্ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে নামে। তাদের সঙ্গে যুক্ত হয় দুই প্লাটুন বিজিবি সদস্য। বিমান বিধ্বস্ত হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ইতোমধ্যে বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...