নভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতসহ আট দলের স্মারকলিপি
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩০ অক্টোবর, ২০২৫

আগামী নভেম্বরেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি দেওয়ার দাবি জানাতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে নেতাকর্মীরা জড়ো হন। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জানান, জুলাই সনদের আইনিভিত্তি না দিলে অভ্যুত্থান বিনষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
দুপুর ১২টায় দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল একে একে স্মারকলিপি প্রদানের জন্য আলাদা আলাদাভাবে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।
এই আটটি দল হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সিটিজিপোস্ট/জাউ




