বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের ছবি এবং একটি ফোন নম্বর ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছে—এমন অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সতর্কতা জারি করেছে বেবিচক এবং সাধারণ মানুষকে আইনি ব্যবস্থা গ্রহণে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বেবিচক চেয়ারম্যানের পরিচয়ে মোবাইল নম্বর ও ছবি ব্যবহার করে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে। এসব বার্তা ও ফোন কলের মাধ্যমে প্রভাব খাটানো, সুবিধা নেওয়া বা আর্থিক লেনদেনের ইঙ্গিত দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বেবিচক কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।”
তিনি আরও বলেন,“এ ধরনের ফোন কল বা বার্তা পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। বিভ্রান্তিতে না পড়ে সচেতনভাবে প্রতারকদের হাত থেকে নিজেকে রক্ষা করা জরুরি।”
প্রতারণামূলক কর্মকাণ্ড রুখতে সাইবার অপরাধ দমন ইউনিট, ডিজিটাল নিরাপত্তা সংস্থা ও র্যাব-সিটিটিসি'র সহযোগিতায় চক্রটির সন্ধানে জরুরি তদন্তের দাবি উঠেছে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...