২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগেই ব্যালট বাক্স ভরে রাখার পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আদালতে দেওয়া জবানবন্দিতে। তিনি জানান, নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, যা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয় এবং সরকারের পক্ষ থেকে মাঠপর্যায়ে নির্দেশনাও দেওয়া হয়।
চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের নির্দেশনা আসত সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এসব নির্দেশনা দিতেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি। এমনকি পুলিশ প্রধান হয়েও তার অনেক কিছুই অজানা থাকত।
তিনি জানান, গুম বা কাউকে তুলে নেওয়ার মতো সংবেদনশীল বিষয়গুলো সরাসরি বাস্তবায়ন করতেন জেনারেল তারিক সিদ্দিকি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ব্যবহার করে। এসব বিষয়ে পুলিশ সদরদপ্তর বা আইজিপির সঙ্গে পরামর্শ করা হতো না।
জবানবন্দিতে মামুন আরও বলেন, ব্যারিস্টার আরমানের অধীনে পরিচালিত টাস্কফোর্স ইন্টেলিজেন্স (টিএফআই) সেলে বন্দি থাকার বিষয়টিও তিনি অভিজ্ঞতার ভিত্তিতে উল্লেখ করেন।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে 'জ্বীন' বলে ডাকতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারণ, তাকে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অত্যন্ত কার্যকর ব্যক্তি মনে করা হতো।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই আন্দোলন দমনে মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলির ব্যবহার করা হয়। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাই পুলিশ প্রধানকে পৌঁছে দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, গত বছরের ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় নিয়মিত বৈঠক হতো। এসব বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন, র্যাবের মহাপরিচালক, আনসার বাহিনীর ডিজি, এনটিএমসির জিয়াউল আহসানসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা। মূলত এসব বৈঠকেই আন্দোলন দমনের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হতো।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট আইজিপি পদ থেকে অবসরের কয়েকদিনের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গত ২৩ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে তিনি এই গুরুত্বপূর্ণ জবানবন্দি প্রদান করেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...