২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন সম্পন্ন করা যায়।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে। এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় "জুলাই ঘোষণাপত্র" পাঠ করেন অধ্যাপক ইউনূস।
ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচন এই তিনটি আমাদের অন্তর্বর্তী সরকারের মূল কাজ। আজকের এই মহান দিবসে আমি জাতির উদ্দেশে ঘোষণা করছি, আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া।”
তিনি জানান, নির্বাচন কমিশনকে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে বলা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে। এরপর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, দ্রুত নির্বাচন চেয়ে আসছিল।
রাজনৈতিক অস্থিরতা ও উত্তাপের প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। গত ১৩ জুন ওই বৈঠকের পর এক যৌথ ঘোষণায় বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এরপর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই।
প্রধান উপদেষ্টা বলেন, “ভোটাধিকার হরণে গত ১৫ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। এবার আমাদের বকেয়া আনন্দসহ মহাআনন্দে ভোট দিতে চাই। যারা জীবনে প্রথমবার ভোট দেবে, তারা যেন এই দিনটিকে উৎসবে পরিণত করে।”
তিনি উল্লেখ করেন, “নতুন ভোটারদের পাশাপাশি থাকবেন সেইসব মানুষ, যারা ১৫ বছর ধরে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এবার তারা পরিবারসহ ভোটকেন্দ্রে যাবেন। নির্বাচনের দিনটি হবে ঈদের মতো এক আনন্দমুখর উৎসব।”
ভাষণে অধ্যাপক ইউনূস প্রতিশ্রুতি দেন, এই নির্বাচন যেন দেশের ইতিহাসে আনন্দ, শান্তি, সৌহার্দ্য, ভোটার উপস্থিতি ও সুষ্ঠুতার দিক থেকে স্মরণীয় হয়ে থাকে। এ লক্ষ্যে আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে।
তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে আমরা যেন নতুন বাংলাদেশ গড়ার পথে সফলভাবে এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনাই করি। সরকার সব ধরনের সহায়তা করবে যাতে নির্বাচন হয় উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে। এর আগে সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন এবং সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার...
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে। এর আগে সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন এবং সেখানে ...