সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে পদচ্যুত করতে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে সময় টেলিভিশনের বর্তমান চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ও এমডি শম্পা রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানান।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এই মামলায় হাইকোর্ট প্রমাণ পেয়েছে যে, সময় টেলিভিশনের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম (সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই) ও এমডি শম্পা রহমান (সিটি গ্রুপের পরিচালক) উদ্দেশ্যমূলকভাবে আদালতে জাল নথিপত্র দাখিল করেছেন। তারা একটি চিঠি জালিয়াতির মাধ্যমে ইস্যু করেছেন এবং সময়-তারিখ গোপন রেখে প্রতারণা করেছেন। মহামান্য আদালত বিষয়টি ফ্রড হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করার আদেশ দেন।”
তিনি আরও বলেন, “চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২ ডিসেম্বর চিঠিটি ইস্যু করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তা করা হয়েছে ফেব্রুয়ারিতে। তারা চিঠি নিজেরাই নিজেদের ঠিকানায় পাঠিয়েছেন এবং কাগজপত্রে দেখিয়েছেন ভিন্ন সময়। আদালতে উপস্থাপিত অন্যান্য নথিও ছিল জাল ও মিথ্যা। এটি সর্বোচ্চ পর্যায়ের প্রতারণা।”
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “যদি কেউ আদালতে জাল ডকুমেন্ট জমা দেয়, তাহলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বা দরখাস্তের ভিত্তিতে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিতে পারেন। আদালতের সাথেও প্রতারণা হয়েছে বলে আদালত মনে করেছেন।”
২০২৩ সালের ১৪ আগস্ট থেকে চলমান মামলায় আহমেদ জোবায়ের সময় মিডিয়া লিমিটেডের এমডি পদ ফিরে পাওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেন। সময় মিডিয়ার ‘বি’ গ্রুপের পরিচালকরা তাকে এমডি ও পরে পরিচালক পদ থেকে সরিয়ে দিলে তিনি আদালতের আশ্রয় নেন। চলতি বছরের ১৪ মে হাইকোর্ট পরিচালকের পদচ্যুতি অবৈধ ঘোষণা করে।
এরপর, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আয়োজিত অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে সরানোর প্রক্রিয়াও আদালতে চ্যালেঞ্জ করা হয়। মামলায় আদালত জানতে পারেন, সভার তারিখ ২৪ ডিসেম্বর হলেও আহমেদ জোবায়েরের নামে চিঠি পাঠানো হয়েছে ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে। শুধু তাই নয়, চিঠির প্রাপকের ঠিকানায় তার নাম থাকলেও সেটি গুলশান পোস্ট অফিসে পাঠানো হয়, যা মূলত সিটি গ্রুপের প্রধান কার্যালয়ের এলাকা। আহমেদ জোবায়েরের ঠিকানা সেই এলাকা নয়।
এই তথ্য আদালতের নজরে আনলে ২৪ ডিসেম্বরের ইজিএম এবং একই দিনের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সব সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে কোম্পানির ‘আর্টিকেল অব অ্যাসোসিয়েশন’ পরিবর্তনের প্রক্রিয়াও স্থগিত রাখা হয় এবং আহমেদ জোবায়েরকে পরিচালক পদে বহাল রাখার নির্দেশ দেন আদালত।
মামলায় আহমেদ জোবায়েরের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামালের পাশাপাশি আরও আছেন ব্যারিস্টার আহমেদ নাকিব করিম, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার রাফিউল মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট ফয়সাল আল মাহমুদ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২ আগস্ট, ২০২৫
সাম্প্রতিক উত্তরার মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর প্রতিনিধি দল ১ আগস্ট মেহেরপুর জেলার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া, কুষ...
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
সাম্প্রতিক উত্তরার মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর প...