ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মাহিন সরকার তাঁর সমর্থকদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন আবু বাকেরকে ভোট দেন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষায়, “আবু বাকের জিতলেই আমি জিতে যাব।”
মাহিন সরকার জানান, প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই তাঁর মনে হয়েছে, গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য জরুরি। তিনি বিশ্বাস করেন, ডাকসু নির্বাচনে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নির্বাচিত হলে তারা অন্য সবার চেয়ে বেশি শিক্ষার্থীদের জন্য কাজ করবে।
সমর্থকদের উদ্দেশ করে তিনি বলেন, “প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নেই, ব্যালট লিস্টে আমার নাম থাকবে। কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমি তাঁর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
মাহিন সরকারের নেতৃত্বে সমন্বিত শিক্ষার্থী সংসদ নামের পৃথক একটি প্যানেল গঠিত হয় ডাকসু নির্বাচনে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ছিলেন। তবে দলের অনুমতি ছাড়া প্যানেল দেওয়ায় এনসিপি তাঁকে বহিষ্কার করে।
এদিকে মাহিন সরকারের প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা সাব্বির উদ্দিন ও বায়েজিদ হাসান। তবে সংগঠনটির দুজন নেতা জানান, মাহিন সরকারের সাথে তাঁদের আলোচনা হয়েছিল, কিন্তু তিনি শীর্ষ পদে প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তিনি আলাদা প্যানেল ঘোষণা করেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননকে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘ইতিহাস পরিবার’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক হেনস্থার প্রতিবাদে স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় তারা স্লোগানে স...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননকে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘ইতিহাস পরিবার’ ব...