অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীন (৫৫) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত এ আদেশ দেন। এর আগে, সোমবার (১৪ জুলাই) রাতে তাকে নগরীর ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, “আসামি শাহনাজ পারভীনকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”
এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল, দুদকের তৎকালীন সহকারী পরিচালক আবদুল মালেক বাদী হয়ে শাহনাজ পারভীন ও তার স্বামী বন বিভাগের কর্মচারী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯১ সালে অফিস সহকারী পদে যোগ দেওয়া শাহনাজ পারভীন তার দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে ২৭ লাখ ৯ হাজার ১৮৮ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেন। একইসঙ্গে ২ লাখ ২ হাজার ২৪৩ টাকা গোপনের তথ্য উঠে আসে দুদকের তদন্তে। তার স্বামী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধেও ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকা অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১২ মার্চ, মামলার চার্জশিট আদালতে দাখিল করে দুদক। দুদকের কর্মকর্তারা বলছেন, "দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে যেকোনো সরকারি কর্মকর্তার অবৈধ সম্পদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।"
সিটিজিপোস্ট/এমএইচডি
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...