যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো সামরিক চুক্তি কিংবা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি বলেন, "সরকারের জন্য এটি একটি বড় সফলতা।"
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার হ্রাসের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম জানান, নতুন করে আরোপিত ২০ শতাংশ শুল্কের সাথে যুক্তরাষ্ট্র অতিরিক্ত কোনো শর্ত দেয়নি। বরং বিষয়গুলোকে যতটা সম্ভব সহজীকরণ করা হবে বলে জানান তিনি।
প্রেসসচিব বলেন, "যুক্তরাষ্ট্রের সাথে যেসব চুক্তি হয়েছে, সেগুলো নন-ডিসক্লোজার (অপ্রকাশ্য)। অনেক কিছু জানা থাকলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সব চুক্তি করা হয়েছে। সামরিক চুক্তির বিষয়টিও পুরোপুরি ভিত্তিহীন।"
তিনি আরও বলেন, "প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সাথে শুল্ক কাঠামো কাছাকাছি হওয়ায় আমরা বাণিজ্যে পিছিয়ে পড়ছি না। একইসাথে বাণিজ্য ঝুঁকিও কমে আসছে।"
বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, "যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘাটতি আরও কমিয়ে আনা হবে।"
সিটিজি পোস্ট/এইচএস
১ আগস্ট, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ও কাস্টমস বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। একযোগে বদলি করা হয়েছে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনারকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি হওয়া অনেকেই এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যান অপসারণ দাবির আন্দোলনে সক্রিয় ছিলেন।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ভ্যাট ও কাস্টমস প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুল...
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
১ আগস্ট, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ও কাস্টমস বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। একযোগে বদলি করা হয়েছে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনারকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি হওয়া অনেকেই এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যান অপসারণ দাবির আন্দোলনে সক্রিয় ছিলেন।জ...