রোহিঙ্গা পরিস্থিতি ও সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি এবং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তিনি একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্বে ক্যাম্পটি পরিদর্শনে আসেন।
প্রতিনিধি দলের মধ্যে অন্যান্যরা হলেন মিনিস্ট্রি অব ফরেইন অ্যাফেয়ার্স (মিয়ানমার উইং)-এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান ও পরিচালক সুজন দেবনাথ এবং শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কমিশনার মিজানুর রহমান।
আরআরআরসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলটি ঘুমধুম বিওপি-এর (বর্ডার আউট পোস্ট) নিকটবর্তী ট্রানজিট ক্যাম্প এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরবর্তীতে তারা সীমান্ত সড়ক হয়ে ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া এলাকায় অবস্থিত ট্রানজিট ক্যাম্পে পৌঁছান। পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের অবকাঠামো, নিরাপত্তা পরিস্থিতি এবং আশ্রিত রোহিঙ্গাদের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে দুপুর ২টায় প্রতিনিধি দলটি ঘুমধুম ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, এই ধরনের পরিদর্শন রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক উদ্যোগগুলোকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজকের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকার সামগ্রিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা৷
সিটিজি পোস্ট/ এসএইচএস