আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার। পাশাপাশি প্রশাসনে প্রয়োজন অনুযায়ী রদবদলের কথাও জানানো হয়েছে।
সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সভায় জানিয়েছেন যে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, এই তিন মাসে মোট দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে ৬০ হাজার সেনা সদস্য।
প্রশাসনিক রদবদল নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ প্রসঙ্গে আজাদ মজুমদার বলেন, “নির্বাচনের আগে প্রশাসনে রদবদল হবে। তবে সব জায়গায় নয়, যেখানে প্রয়োজন সেখানে রদবদল করা হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মিলিটারি সেক্রেটারি এবং সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...