চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে অভিযান চালিয়ে নিষিদ্ধ আমদানি পণ্যসহ তিন যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ কসমেটিকস, সিগারেট ও ইলেকট্রনিকস সামগ্রী জব্দ করেছে এনএসআই, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনীর টাস্কফোর্সের যৌথ দল।
বুধবার (৯ জুলাই) রাতে আবুধাবি থেকে আগত এয়ার আরাবিয়ার ফ্লাইট ০৬১ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টা ৫৫ মিনিটে ফ্লাইটটি পৌঁছানোর পর তিন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রীন চ্যানেল অতিক্রমের সময় যৌথ অভিযানে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এরপর রাত ৯টা ২০ মিনিটে ওই তিন যাত্রীর ব্যাগ থেকে জব্দ করা হয় ২৫০০ পিস নিষিদ্ধ আমদানি ক্রিম, ১০০ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট, ৭টি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ল্যাপটপ।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক রাজস্ব মূল্য ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে সিগারেটের মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা, ক্রিমের মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোনের মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা এবং ল্যাপটপের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার টাকা।
অভিযানে আটক তিন যাত্রীর মধ্যে একজন হলেন মো: রিপন, যিনি ফেনী জেলার সদর উপজেলার বাসিন্দা এবং তাঁর পিতার নাম আনিসুল হক। দ্বিতীয় যাত্রী মজিবুর রহমান ছাগল নাইয়া উপজেলার বাসিন্দা, তাঁর পিতার নাম হাজী রেহান উদ্দিন। তৃতীয় যাত্রী মো: তাজুল ইসলাম একই উপজেলার বাসিন্দা, পিতার নাম আবাদ উল্যাহ।
তিনজন যাত্রীই এই প্রথমবারের মতো এমন ঘটনার সঙ্গে জড়িত হওয়ায় তাদের মালামাল জব্দ করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, চোরাচালান, হয়রানি ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি আগের যেকোনো সময়ের তুলনায় আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব। সেমিফাইনাল শেষে ফাইনালে জায়গা করে নেয় টিম ‘ফোর জিরো ফোর নট ফাউন্ড’ ও টিম ‘ক্লস ক্রাশা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সে...