চট্টগ্রাম নগরের কর্ণফুলী আবাসিক এলাকার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় সিডিএ চেয়ারম্যান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম ও ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ারা বেগম। চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
চুক্তি অনুযায়ী, ওয়াসা ভান্ডারজুড়ি প্রকল্প থেকে কর্ণফুলী আবাসিকে ৫০ লাখ লিটার পানি সরবরাহ করবে। অর্থ প্রাপ্তির তিন মাসের মধ্যে পাইপলাইন সম্প্রসারণ ও সংযোগ কার্যক্রম শুরু হবে। এতে ৫১৯টি প্লট মালিক সরাসরি উপকৃত হবেন। অর্থায়নের অংশ হিসেবে প্রতিটি প্লট মালিক ৪০ হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান করবেন।
পরে দুপুর ১টায় সিডিএ ভবনের মিলনায়তনে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সিডিএ, ওয়াসা এবং প্লট মালিক কল্যাণ সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সিডিএ চেয়ারম্যান বলেন, “এই চুক্তি শুধু আনুষ্ঠানিকতা নয়, বাস্তবায়নের মাধ্যমে যেন প্লট মালিকরা সরাসরি উপকৃত হন, সে লক্ষ্যেই আমাদের অঙ্গীকার।” প্রধান অতিথির বক্তব্যে ওয়াসার এমডি বলেন, “চট্টগ্রামের জনগণ যাতে পানির মতো মৌলিক সেবায় বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
প্লট মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে এ উদ্যোগের প্রশংসা জানানো হয় এবং এটিকে “টাইমলাইনভিত্তিক অ্যাকশন প্ল্যান” হিসেবে উল্লেখ করা হয়।
অংশগ্রহণকারীরা জানান, এই চুক্তির মাধ্যমে কর্ণফুলী আবাসিক এলাকার শত শত প্লট মালিকের দীর্ঘ ৩৩ বছরের নাগরিক দুর্ভোগ লাঘবের আশাব্যঞ্জক দ্বার উন্মুক্ত হলো।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...