বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, একটি অপশক্তি বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ স্টাইলে অপপ্রচার চালাচ্ছে। এই অপশক্তি নিজেদেরকে মিডিয়ায় বিএনপি ও তারেক রহমানের সমকক্ষ হিসেবে উপস্থাপন করতে চাইছে। তবে জনগণ অতীতের মতোই তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৬ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর হেলাল। কেন্দ্র ঘোষিত সদস্য নবায়ন ও ফরম পূরণ কর্মসূচির অংশ হিসেবে ৮ নম্বর মেখল, ৯ নম্বর গোরদুয়ারা ও ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মীর হেলাল বলেন, "তারেক রহমান আজ বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনিই কঠিন সময়ে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ, জনগণের ম্যান্ডেট নিয়ে তার হাত ধরেই আগামীতে আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে।"
তিনি আরও বলেন, "বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি এই অপশক্তির নেই। তারা জনবিচ্ছিন্ন এবং ইতিহাসে তাদের অবস্থান হবে শুধুই কলঙ্কময়।"
সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নম্বর মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল। সঞ্চালনায় ছিলেন জি.এম. সাইফুল ইসলাম (মেখল), শহিদুল ইসলাম টিটু (উত্তর মাদার্শা), ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (গোরদুয়ারা)।
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...