রাঙ্গুনিয়া পৌর আওয়ামীলীগ নেতা মামুন গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়া পৌর আওয়ামীলীগ নেতা মামুন গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সদস্য ও ইমাম গাজ্জালী কলেজের সাবেক জিএস নাজিম উদ্দিন মামুনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার জালাল উদ্দীনের ছোট ভাই এবং শাকের মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় সাধারণ নিরীহ ছাত্রদের ওপর হামলা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, "মামুনের বিরুদ্ধে ২০২৪ সালের মামলায় ওয়ারেন্ট রয়েছে। আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর