সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে—এমন একটি ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানান আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই খবর প্রকাশিত হওয়ার পরপর'ই ফেসবুকে গুজবে সয়লাব। পরবর্তীতে মসজিদ নির্মাণের এই খবরে মুফতি হারুন ইজহারের নাম জড়িয়ে ফেসবুকে নানান সাম্প্রদায়িক গুঞ্জন ও গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক কর্মী সৌরভ পাল ও হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজহার বিষয়টিকে ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন।
রবিবার (১৭ আগস্ট) সিটিজি পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ পাল জানান, ফেসবুকে অনেকেই আমাকে মেনশন ও ইনবক্সে একটি লিংক পাঠান। সেখানে বলা হয়, মুফতি হারুন ইজাহার চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছেন। যেহেতু তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমি সরাসরি ফোনে যোগাযোগ করি। তিনি জানান, এ ধরনের কোনো কথা তিনি বলেননি। হারুন ইজাহার জানান কিছু তরুণ তার সঙ্গে ঢাকায় দেখা করে জানিয়েছিলেন চন্দ্রনাথ পাহাড়ে ইবাদতের জন্য জায়গার অভাব রয়েছে। তখন তিনি প্রস্তাব করেছিলেন, প্রয়োজনে ইকোপার্কের স্ট্যান্ডের পাদদেশে অথবা মাঝে একটি ইবাদতখানা করা যেতে পারে। কিন্তু এটিকেই বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলকভাবে ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, এটা শুধু গুজব নয়, বরং দীর্ঘদিন ধরে হারুন ইজাহারকে ঘিরে ষড়যন্ত্রের অংশ। অতীতে তাকে নানা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এবারও তাকে কেন্দ্র করেই সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা চলছে। উস্কানিদাতারা জানে, কাকে ঘিরে করলে বিষয়টি ভাইরাল হবে। গত ১৫ বছর ধরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো ছিলো পরাজিত শক্তির ট্রাম্পকার্ড, এখনো একইভাবে উস্কানির মাধ্যমে সম্প্রীতি নষ্টের চেষ্টা হচ্ছে।
চট্টগ্রামের মানুষ ও সনাতন সম্প্রদায়ের উদ্দেশে তিনি আহ্বান জানান, বাংলাদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কারও উস্কানিতে বিভ্রান্ত হবেন না। ফেসবুকে কিছু শেয়ার করার আগে যাচাই-বাছাই করুন। আমাদের সম্প্রীতিই সবচেয়ে বড় শক্তি।
অপরদিকে এ বিষয়ে মুফতি হারুন ইজহারের কাছে সিটিজি পোস্ট জানতে চাইলে তিনি বলেন, আমার ফেসবুক পোস্টেই বিষয়টি ব্যাখ্যা করেছি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ঢাকার কিছু তরুণ আলেম সৌজন্য সাক্ষাতে আমার কাছে এসেছিলেন। তারা কোনোভাবেই চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অভিপ্রায় প্রকাশ করেননি। তারা শুধু বলেছেন, পর্যটকদের জন্য উপযুক্ত কোনো জায়গায় একটি মসজিদ দরকার এবং এ বিষয়ে অর্থায়নে আগ্রহী।”
হারুন ইজাহার বলেন, আমি তাদের সাধুবাদ জানিয়েছি। আমিও মনে করি, ইকোপার্ক অংশে মুসলিম পর্যটকদের সুবিধার জন্য প্রশাসনের সঙ্গে পরামর্শ করে একটি ইবাদতখানা নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে।
তবে, ভুল তথ্য প্রচার করে ধর্মীয় উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
এদিকে উপজেলা প্রশাসন বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে, চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ নেই। প্রশাসনের টিম পরিদর্শন করে এ ধরনের কোনো প্রমাণ পায়নি। তারা সতর্ক করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব বা প্রোপাগান্ডা ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি প্রসিদ্ধ পর্বত। এটি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং একই সাথে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...