গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “ন্যায়বিচার হবে এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ।”
সোমবার (৫ আগস্ট) মিরপুরে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সাকি বলেন, “এই রাষ্ট্রে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল। কিন্তু শহীদ পরিবারগুলো এখনও হাহাকার করে — বিচার প্রক্রিয়া কতদূর? একটি রাষ্ট্র সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র হয়ে উঠছে কি না, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারছে কি না, তা নির্ভর করে রাষ্ট্রের ন্যায়বিচার দেয়ার সক্ষমতার ওপর।”
তিনি আরও বলেন, “শহীদ ও আহতেরা এই জাতিকে গৌরবান্বিত করেছেন। তারা প্রমাণ করেছেন, দেশের মানুষ মৃত নয়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, লড়াই করেছে এবং খুনীদের ক্ষমতা থেকে উচ্ছেদ করে গর্বিত ইতিহাস রচনা করেছেন।”
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে জোনায়েদ সাকি বলেন, “সবার আগে কর্তব্য ছিল শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করা। ১৯৭১ সালের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুহূর্ত ৫ আগস্ট আবার ফিরে এসেছে। আমরা এখনও জানি না— শহীদদের পূর্ণাঙ্গ তালিকা আদৌ পাব কি না, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত হবে কি না, তাঁদের পরিবারের জীবন-নিরাপত্তা ও দায়িত্ব রাষ্ট্র নেবে কি না, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব কে নেবে। এসব প্রশ্ন আজও অনিশ্চিত। এটাই বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।”
এই সমাবেশে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংহতি আন্দোলনের নেতারা ন্যায়বিচার, জবাবদিহিতা এবং জনগণের প্রতিনিধিত্বশীল অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানান।
৬ আগস্ট, ২০২৫
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর কোনো স্থান নেই। বারবার বলছি, কোনো শৃঙ্খলা ভঙ্গকারীর জায়গা হবে না বিএনপিতে। ৫-৬ হাজারকে বহিষ্কার করা হয়েছে। কোনো দখলদার,...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর কোনো স্থান নেই। বার...