দেশে শোভন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতের উন্নয়নে বাংলাদেশকে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই ঋণ চুক্তি স্বাক্ষর হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হোয়ে ইউন জিয়ং বলেন, এডিবির নতুন এ কর্মসূচি বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অগ্রাধিকারকে সমর্থন করে। এতে যান্ত্রিক, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য ও কৃষি, এই পাঁচটি মূল প্রযুক্তি খাতে টিভিইটি উন্নয়নে জোর দেওয়া হবে।
তিনি আরও বলেন, "এ উদ্যোগ সরকারের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকার এজেন্ডাকে জোরালোভাবে সহায়তা করবে। দারিদ্র্য ও সামাজিক বঞ্চনার মতো চ্যালেঞ্জ মোকাবেলায়ও কার্যকর ভূমিকা রাখবে।" একই সঙ্গে এটি সরকার ঘোষিত সমন্বিত টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গঠনে অবদান রাখবে বলেও জানান তিনি।
এডিবির তথ্য অনুযায়ী, নতুন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের টিভিইটি শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষকরাও উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এতে উদীয়মান প্রযুক্তি বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে।
সংস্থাটি জানায়, কর্মসূচির মাধ্যমে শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা ও মূল্যায়ন ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে। এর ফলে অন্তত ১০ হাজার নতুন ও বিদ্যমান শিক্ষক দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন, যা ২ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
সারা দেশে টেকসই মান নিশ্চিত করতে এই কর্মসূচির মাধ্যমে ধারাবাহিক পেশাগত উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে জানায় এডিবি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...