চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। দীর্ঘদিন ধরে এ কারখানায় উৎপাদিত মদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে উপজেলার দক্ষিণ বারশত গ্রামের নির্জন এলাকায় পেশাদার মদ ব্যবসায়ী মো. ইদ্রিছ আলীর পরিত্যক্ত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ১১০ লিটার মদ, ৪০০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির গাঁজনকৃত তরল, সরঞ্জাম ও অন্যান্য উপকরণসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ বারশত এলাকার ভোলা শাহ ফকিরের বাড়ির মো. জাগির আহমেদের ছেলে মো. জামাল (৩৫) এবং একই এলাকার মো. জানে আলমের ছেলে মো. পারভেজ (২৮)। এসময় নুর মোহাম্মদের ছেলে মো. জাহাঙ্গীর (৩০) পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) সোহানুর রহমান সোহাগ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
ওসি মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিলের মাঝখানের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান পুরো আনোয়ারায় অব্যাহত থাকবে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৫ আগস্ট, ২০২৫
বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো.আবদুল্লাহ আল আহাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আহাদ আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মো. লোকমানের ছেলে। তিনি আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা...
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১১ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো.আবদুল্লাহ আল আহাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আহাদ আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মো. লোকমানের ছেলে। তিনি আ...