ভয়াবহ বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ রবিবার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলছে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন কলেজ। তবে আজ থেকে শুরু হওয়া কার্যক্রমে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম থাকছে না। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম করতেই এই উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত ও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই সীমিত পরিসরে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তায় কলেজে ইতোমধ্যে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। এছাড়া, বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে কলেজে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ ঘোষণায় কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে ছুটির মধ্যেও কলেজের প্রশাসনিক কার্যক্রম সচল ছিল। একইসঙ্গে আহতদের সহায়তায় একটি কন্ট্রোল রুম গঠন করা হয়, যা দুর্ঘটনার পরপরই কার্যক্রম শুরু করে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে সবার চেষ্টা থাকে পরিচিতজনকে এসব পদে রাখার। এ অবস্থায় নিরপেক্ষতা নিশ...
৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত...