২০২৫ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তিনটি যৌথ সামরিক মহড়া এবং একটি নতুন সামরিক দক্ষতা সংযোজনের পরিকল্পনা করেছে। দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছ মার্কিন দূতাবাস।
এর মধ্যে রয়েছে টাইগার লাইটনিং। টানা চতুর্থ বছরের মতো এই মহড়া আয়োজন করছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক। প্রশিক্ষণের বিষয় হিসেবে থাকছে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা ও জঙ্গলে অভিযান, আহতদের দ্রুত সরিয়ে নেওয়া, তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (IED) প্রতিরোধ প্রস্তুতি।
টাইগার শার্ক (ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ): যৌথ বিশেষ বাহিনীর যুদ্ধকৌশল অনুশীলন। প্রশিক্ষণে থাকছে প্যাট্রোল বোট পরিচালনা, স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদ। অংশগ্রহণকারী ইউনিট হিসেবে থাকছে স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ইউনিট (SWADS), প্যারা কমান্ডো ব্রিগেড। এতে উল্লেখযোগ্য দিক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ব্যবহার
প্যাসিফিক অ্যাঞ্জেল বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশিক্ষণের বিষয় হিসেবে থাকছে দুর্যোগকালীন সাড়া (SAR), আকাশপথে চিকিৎসা সহায়তা (Aeromedical operations), সি-১৩০ বহর ব্যবহারের ওপর গুরুত্ব।
আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক পরিচালনায় প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যবহারের ক্ষেত্র: সমুদ্রসীমা নজরদারি, সীমান্ত নিরাপত্তা, শান্তিরক্ষা মিশন।
এই যৌথ মহড়াগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক সহযোগিতা আরও গভীর হবে এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...