চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘণ্টার ব্যবধানে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আমিন সওদাগরের পুকুরে স্থানীয়রা একটি অজ্ঞাত মহিলার লাশ ভেসে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
অপরদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার সমুদ্র উপকূল থেকে নৌ পুলিশ একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালীউদ্দিন আকবর জানান, জোয়ারের পানিতে অর্ধগলিত অবস্থায় লাশটি ভেসে আসে। নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
উভয় ঘটনায় লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ এখনও সুনিশ্চিত নয়।
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...