ক্ষমতায় এসে উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক ইউনূস
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ করবেন। সেই সঙ্গে এ প্রক্রিয়া ধাপে ধাপে সব সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করার আশ্বাসও দিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা বলেছিলেন, ‘বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন।’ এ লক্ষ্যে সরকার বিশেষ নীতিমালাও প্রণয়ন করেছিল।
কিন্তু ক্ষমতায় এক বছর পূর্ণ হলেও কোনো উপদেষ্টার আয়-সম্পদের হিসাব জনসমক্ষে আসেনি। বরং উপদেষ্টা, তাদের ব্যক্তিগত কর্মকর্তা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে একের পর এক। যদিও এসব অভিযোগ উপদেষ্টারা অস্বীকার করেছেন।
এ পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ আমলে যেভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার বিপরীতে স্বচ্ছতা ও জবাবদিহির নজির স্থাপনের সুযোগ ছিল ইউনূস সরকারের হাতে। কিন্তু দুঃখজনকভাবে সেটাও হয়নি। ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো, তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রিসভার আয়-সম্পদ প্রকাশ করবেন, কিন্তু করেননি।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবিসিকে বলেন, ‘যদি সম্পদের তথ্য প্রকাশ না করা হয়, তাহলে প্রশ্ন থেকেই যায় - কেন লুকানো হচ্ছে? কি এমন আছে যা জনগণের জানা উচিত নয়?’ তিনি মনে করেন, এই ব্যর্থতা ভবিষ্যতের সরকারগুলোর জন্য দায় এড়ানোর সুযোগ তৈরি করবে।
অন্যদিকে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ প্রশ্ন তুলেছেন, ‘তাহলে পরিবর্তনের কী নমুনা হাজির হলো?’ তার মতে, স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিশ্রুতি বাস্তবায়নের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়া শুধু হতাশাজনক নয়, বরং ক্ষোভেরও বিষয়।
এদিকে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে বিশেষ সুযোগ-সুবিধা পেয়েছে, সেটিও ব্যাপক প্রশ্নবিদ্ধ ও সমালোচিত হয়েছে।
১৫ আগস্ট, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলেল তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।ফুলেল তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়া...
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলেল তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খ...