ভারতে পালানোর প্রাক্কালে রাউজানের এক সময়ের প্রভাবশালী আওয়ামী নেতা ইরফান আহমেদ (৫৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া।
তিনি বলেন, "আমাদের তথ্যের ভিত্তিতে ইরফানকে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে রাউজান থানায় নিয়ে আসা হচ্ছে। এরপর আদালতে সোপর্দ্দ করা হবে। তার বিরুদ্ধে আমাদের থানায় একটি মামলা আছে।
জানা যায়, রাউজান রাউজানের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কারাবন্দী থাকা এবিএম ফজলে করিম চৌধুরী ব্যক্তিগত সহকারী ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন।
আরো জানা গেছে, তিনি সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর হয়ে টেন্ডারবাজি, বালুরমহাল নিয়ন্ত্রণ, ঠিকাদারের কাছ থেকে ১০ % কমিশন সংগ্রহ ও কদলপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের মদদ দেওয়াসহ নানান অপরাধে জড়িত ছিলেন। তার কাছে স্থানীয় জনপ্রতিনিধিরাও অসহায়। এছাড়াও তার বিরুদ্ধে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন, আওয়ামী লীগের ফজলে করিম বিরোধী নেতাকর্মীদের হয়রানি, ধর্মীয় সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ আছে।
গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইরফান আহমেদ আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থেকেই সম্প্রতি তিনি ভারতে চলে যাওয়ার প্রাক্কালে আখাউড়া স্থলবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১ অক্টোবর, ২০২৫
দক্ষিন রাঙ্গুনিয়া সুখবিলাশ সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আবছার তালুকদারের অনিয়ম দুর্নীতির তদন্ত ও মসজিদের আয়-ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লীরা। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মোলনের আয়োজন করে মুসল্লী পরিষদ নামের ব্যানারে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মওলানা নেজাম উদ্...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
দক্ষিন রাঙ্গুনিয়া সুখবিলাশ সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আবছার তালুকদারের অনিয়ম দুর্নীতির তদন্ত ও মসজিদের আয়-ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লীরা। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই...