ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে (২৫-২৮ আগস্ট) উভয় পক্ষ আন্তঃসীমান্ত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এসময় রিয়েল-টাইম তথ্য আদান-প্রদানের মাধ্যমে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হয় প্রতিনিধিদল।
সম্মেলনের যৌথ বিবৃতিতে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি দেন। তিনি সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলায় টহল জোরদারের আশ্বাস দেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল যোগ দেয় সম্মেলনে। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বিজিবি পাঠানো সারসংক্ষেপ অনুযায়ী আলোচনায় যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সীমান্তে হত্যাকাণ্ড প্রতিরোধে যৌথ টহল, সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক-অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ, মাদক, অস্ত্র, বিস্ফোরক ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে অনুমোদন ছাড়া উন্নয়নমূলক কাজ না করা, ফেনীর মুহুরীর চরসহ সীমান্ত চিহ্নিতকরণে অগ্রাধিকার, আকাশসীমা লঙ্ঘন না করার প্রতিশ্রুতি এবং পূর্বনির্ধারিত ফ্লাইট বিষয়ে তথ্য বিনিময়, উভয় দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার-প্রচারণা রোধ।
সম্মেলন শেষে উভয় মহাপরিচালক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...