চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াং পাহাড় এলাকায় আবারও দেখা মিলেছে একটি লেজ কাটা বন্য হাতির। গত তিন মাস বাঁশখালীর গহীন পাহাড়ে অবস্থানের পর হাতিটি পুনরায় লোকালয়ে ফিরে আসায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
সম্প্রতি কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামে একটি বাড়িতে তাণ্ডব চালায় হাতিটি। ক্ষয়ক্ষতি করে ফলের বাগান ও ফসলি জমিতেও। স্থানীয়রা জানান, ২০ জুলাই সন্ধ্যায় আনোয়ারার বৈরাগ দেয়াং বাজার হয়ে কোরিয়ান ইপিজেড ও শাহমীরপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় হাতিটিকে। এরপর থেকে প্রতিদিনই লোকালয়ে নামছে এটি।
এর আগে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে বন বিভাগ ও কেইপিজেড কর্তৃপক্ষের উদ্যোগে তিনটি হাতিকে পুনরায় বাঁশখালীর অভয়ারণ্যে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তখন স্বস্তিতে ছিলেন স্থানীয়রা। কিন্তু আবারও একটি হাতি ফিরে আসায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
বৈরাগ ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট নুরুল আজিম জানান, ২০১৮ সালে প্রথম দুইটি হাতি এসে দেয়াং পাহাড়ে স্থায়ী বাসস্থান গড়ে তোলে। এরপর গত সাত বছরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ২৪ জন নারী, শিশু ও বৃদ্ধ। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ঘরবাড়ি, গাছপালা ও কৃষিজমিতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।
তিনি বলেন, সর্বশেষ মার্চ মাসে একটি শিশুর মৃত্যুর ঘটনায় মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তখন বন বিভাগ সক্রিয় হয়ে একটি হাতিকে ইআরটি-এর মাধ্যমে ফিরিয়ে নেয়। বাকি দুটি হাতিও স্বাভাবিকভাবে ফিরে যায়।
স্থানীয় তরুণ কাজী মো. আবদুল্লাহ বলেন, “বন বিভাগ আমাদের আশ্বস্ত করেছিল হাতিগুলো আর ফিরে আসবে না। কিন্তু আবার একটি হাতি ফিরে এসেছে, যা অবহেলার পরিচায়ক। আমরা দ্রুত ব্যবস্থা চাই।”
এ বিষয়ে বাঁশখালী (জলদি) রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, “হাতিটি হঠাৎ আবার ফিরে এসেছে। আমরা সতর্ক রয়েছি যাতে কোনো প্রাণহানি না ঘটে। পাঁচটি ইআরটি টিম কাজ করছে। কোথাও ক্ষয়ক্ষতির খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যেন দ্রুত হাতিটি পুনরায় অভয়ারণ্যে ফিরিয়ে নেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩১ জুলাই, ২০২৫
আনোয়ারায় লাইসেন্স বিহীন বেকারীতে নিম্ন মান ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুইটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার মালঘর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এছাড়া সড়কে লাইসেন্সবিহীন ও বেপরোয়া সিএনজি অটোরিকশা চালককে সড়ক পরিবহন ...
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
আনোয়ারায় লাইসেন্স বিহীন বেকারীতে নিম্ন মান ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুইটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার মালঘর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্...