চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে তিনটি ঈগল পরিবহনের বাসকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা
অভিযানে বাসগুলোতে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, ফিটনেস সনদের অনুপস্থিতি ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধগুলো ধরা পড়ে।
অভিযানের সময় স্থানীয় পুলিশ প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। প্রতিদিনের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১ আগস্ট, ২০২৫
পটিয়ায় বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত ‘চাকরিচ্যুত ব্যাংক ফোরাম’-এর উদ্যোগে শহীদ মিনারে আলোচনা সভা শেষে এক বিক্ষোভ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। শুক্রবার বিকেল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার কর্মসূচিতে চাকরি হারানো ভুক্তভ...
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
১ আগস্ট, ২০২৫
পটিয়ায় বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত ‘চাকরিচ্যুত ব্যাংক ফোরাম’-এর উদ্যোগে শহীদ মিনারে আলোচনা সভা শেষে এক বিক্ষোভ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। শুক্রবার বিকেল ৩ট...