রাত নেমে আসলে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের পশ্চিম বরুমচড়া গ্রামে বাড়ে চোরের উৎপাত। দক্ষিণ চট্টগ্রামের এই জনপদে প্রায় প্রতিদিনই ঘর থেকে চুরি হয় মোবাইল, আসবাবপত্র, গাড়ির ব্যাটারি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। বাধ্য হয়ে রাত জেগে বাড়ি পাহারা দিচ্ছেন এলাকাবাসী।
এমন পরিস্থিতিতে গত সোমবার (২৮ জুলাই) মধ্যরাতে পশ্চিম বরুমচড়ার একটি বাড়ি থেকে টিন কেটে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে স্থানীয় নিজাম উদ্দিন প্রঃ আব্দুল মান্নান (৩২) নামে এক চোর।
আটকের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। তবে চোর ধরা পড়ার পরও এলাকায় ক্ষোভ তৈরি হয় অন্য কারণে। ঘটনার জের ধরে আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে এলাকাবাসীর পক্ষের দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন মোঃ মনছুর উদ্দীন (২২) এবং মোঃ মিনহাজ ইসলাম (২০)। তারা দুইজনই বরুমচড়া ৫নং ওয়ার্ড বর্দারো বাড়ির মৃত মোঃ শামসুল ইসলামের ছেলে।
এদিকে স্থানীয় দুইজনকে আটক করায় ক্ষোভে ফোঁসে উঠেছে এলাকাবাসীরা। দ্রুত তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানান স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আবদুল মান্নান এলাকায় চুরি, শ্লীলতাহানি ও বিভিন্ন অপরাধে জড়িত। নারীদের হয়রানি, ঘরে ঢুকে চুরি এবং ছুরি দিয়ে হুমকি দেওয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে বলে জানান স্থানীয়রা।
সোমবার রাতে যখন স্থানীয়রা তাকে ধরে ফেলেন, তখন সে ছুরি দিয়ে অটোরিকশার মালিক মনছুর ও তার ভাইদের ওপর হামলার চেষ্টা করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপস্থিত জনতা তাকে গণপিটুনি দেয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “একজন অভিযুক্তকে ধরে আমাদের না জানিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। চোরকে কুপিয়ে আহত করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “আহত আবদুল মান্নান চুরিসহ একাধিক মামলার আসামি। জেল খেটে বের হয়ে সে আবারো চুরিতে জড়ায়। তবে যেহেতু তাকে আইনিভাবে পুলিশের কাছে সোপর্দ করা হয়নি, তাই যারা আইন নিজের হাতে নিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যার অটোরিকশার ব্যাটারি চুরি হয়েছে তার পক্ষের মামলাও নেওয়া হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, “ভোরে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।”
এদিকে অভিযুক্ত চোরের বিরুদ্ধে বারবার অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং বরং চোর ধরায় সাধারণ মানুষকে হয়রানি করায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তাদের অভিযোগ, সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তার জন্য চোর ধরেছে, কিন্তু এখন উল্টো তারাই হয়রানির শিকার হচ্ছে।
সিটিজিপোস্ট/এসএমএফ
৩১ জুলাই, ২০২৫
আনোয়ারায় লাইসেন্স বিহীন বেকারীতে নিম্ন মান ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুইটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার মালঘর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এছাড়া সড়কে লাইসেন্সবিহীন ও বেপরোয়া সিএনজি অটোরিকশা চালককে সড়ক পরিবহন ...
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
আনোয়ারায় লাইসেন্স বিহীন বেকারীতে নিম্ন মান ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুইটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার মালঘর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্...