পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার সুযোগ থাকলেও শেষ ম্যাচে ভিন্ন পথে হাঁটেন টিম ম্যানেজমেন্ট। মূল একাদশে পাঁচটি পরিবর্তন এনে বেঞ্চের শক্তি যাচাইয়ের পথে যায় তারা।
সিরিজের শেষ ম্যাচে দলে ছিলেন না পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। এই সিদ্ধান্তের পেছনে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বিশেষ করে পেসারদের ক্ষেত্রেই এই ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে এমন সিদ্ধান্তে খুশি নন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রোববার গণমাধ্যমকে তিনি বলেন, “টানা দুটি সিরিজ জয় অনেক বড় অর্জন। যেকোনো সিরিজ জয় পরবর্তী সিরিজগুলোতে আত্মবিশ্বাস জোগায়। এই সিরিজটা ৩-০ ব্যবধানে শেষ করার সুযোগ ছিল আমাদের।”
তিনি আরও বলেন, “শেষ ম্যাচে অনেক খেলোয়াড়কে দেখা হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু একাদশে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা না করলেই হতো। পাকিস্তানের মতো দলের বিপক্ষে পুরো সিরিজ জয়ে দারুণ বার্তা দেওয়া যেত।”
সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মাথায় রেখে এখনই একটি পূর্ণাঙ্গ স্কোয়াড দাঁড় করানোর পরামর্শ দেন নান্নু। তার ভাষায়, “বিশ্বকাপ আর এশিয়া কাপ সামনে, তাই এখন থেকেই শক্তিশালী একটি ২০ জনের স্কোয়াড গড়ে তুলতে হবে। সবচেয়ে ভালো খেলোয়াড়দেরই বেশি করে ম্যাচে সুযোগ দেওয়া উচিত।”
সিটিজি পোস্ট/ জাউ