রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ রয়েছে স্কুলটির তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মা। দুর্ঘটনার পর থেকেই তাকে খুঁজে ফিরছেন স্বজনরা।
সায়মার খালাতো বোন পারভীন, যিনি একজন স্কুলশিক্ষক, জানান, দুর্ঘটনার পরপরই তারা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন, কিন্তু কোথাও সায়মার খোঁজ মিলছে না। আজ সোমবার বিকেলে উত্তরা আধুনিক হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা হাসপাতাল থেকে তালিকা সংগ্রহ করেছি। কিন্তু কোথাও ওর নাম পাইনি।”
পারভীন জানান, "তারা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও গিয়েছেন, কিন্তু সেখানেও সায়মাকে পাওয়া যায়নি।" এ সময় সায়মার একটি ছবি দেখিয়ে তিনি অনুরোধ জানান, “আপনারা দয়া করে ওকে খুঁজে পেতে আমাদের সাহায্য করুন।”
প্রসঙ্গত, আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়মিত মহড়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সায়মার পরিবারের সদস্যরা এখনো আশায় বুক বেঁধে তার সন্ধানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে খুঁজে ফিরছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...