বাসপদুয়া সীমান্তে মধ্যরাতে গুলি ছোড়ে ভারতীয় বাহিনী, বিজিবির তদন্ত শুরু
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এই গুলির ঘটনা ঘটে। নিহত মিল্লাত বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে, আর আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্তে গিয়ে তদন্ত শুরু করেন।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, “দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএসএফের গুলিতে মিল্লাত ও আফছার গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে মিল্লাতের মৃত্যু হয় বলে জানতে পেরেছি। মরদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।”
নিহত মিল্লাত ও আহত আফছারের পরিবার জানিয়েছে, “তারা মাছ ধরতে মধ্যরাতে বাসপদুয়া সীমান্ত এলাকায় গিয়েছিল। তারা কোনো অপরাধমূলক কাজ করেনি।”
ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে ঘটনার বিচার এবং আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপ দাবি করেছেন।
২০ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ (পয়োনিষ্কাশন) প্রকল্প একের পর এক পাঁচ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এতে কাজের গতি কমে গিয়ে প্রকল্পের ধারাবাহিক অগ্রগতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নগরীর সড়ক কেটে পয়োপাইপলাইন বসানো। এজন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) থেকে অনুমতি নিতে হয় ওয়াসাকে। তবে বর্...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ (পয়োনিষ্কাশন) প্রকল্প একের পর এক পাঁচ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এতে কাজের গতি কমে গিয়ে প্রকল্পের ধারাবাহিক অগ্রগতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নগরীর স...