চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের (এমপি) সঙ্গে ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল একটি সম্পূর্ণ আনুষ্ঠানিক পরিদর্শনের অংশ, যেখানে উপদেষ্টা সাধারণ কয়েদিদের মতো সাবেক এমপিদের সঙ্গেও কুশল বিনিময় করেছেন।
ছবিতে দেখা গেছে, উপদেষ্টার সামনে দাঁড়িয়ে রয়েছেন ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র এমপি রহিম উল্লাহ, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফ। তাঁদের পাশে ছিলেন হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম, কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতান এবং বেসরকারি কারা পরিদর্শক নাছির উদ্দিন। ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘নতুন বন্দোবস্ত’, সঙ্গে দিয়েছেন একটি ব্যঙ্গাত্মক ইমোজি।
বেসরকারি কারা পরিদর্শক মুহাম্মদ নাছির উদ্দিন জানান, ধর্ম উপদেষ্টা কারাগারকে একটি সংশোধনাগারে পরিণত করার উদ্যোগে গত ১৫ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। তিনি মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে অন্তত ৫০ জন বন্দির সঙ্গে কথা বলেন। ওই পরিপ্রেক্ষিতেই এক পর্যায়ে সাবেক এমপিদের সঙ্গে দেখা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, "উপদেষ্টা কেবল মাত্র রুটিন পরিদর্শনে এসেছিলেন। ফ্লোর ঘুরে ঘুরে কয়েদিদের সঙ্গে কথা বলেছেন, রান্নাঘর ও অন্যান্য সেবাদান কক্ষ পরিদর্শন করেছেন। সাবেক এমপিরাও এখন বন্দি, তাই তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে মাত্র। কোনো গোপন বৈঠক বা বিশেষ সাক্ষাতের সুযোগ ছিল না।"
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এদিন কারাবন্দিদের মানবাধিকার রক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, “কোনো ব্যক্তি গ্রেপ্তার হলেই তিনি অপরাধী হয়ে যান না। আদালতের রায়ে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা অনুচিত।”
প্রসঙ্গত, সাবেক এমপি এম এ লতিফ, নদভী ও রহিম উল্লাহ সবাই বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তাঁদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার একাধিক মামলা চলমান।
সিটিজিপোস্ট/আরকে
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...